Wellcome to National Portal
স্থাপত্য অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০১৫

নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকী

  • প্রত্যাশী সংস্থার চাহিদামালা ডিপিপি এবং সরকারী বিধিমালা সমন্বয় পূর্বক স্থাপত্য নকশা প্রনয়ণ করা হয়।
  • প্রাথমিক স্থাপত্য নকশা প্রনয়ন পূর্বক তা প্রত্যাশী সংস্থার অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। প্রত্যাশী সংস্থা কর্তৃক অনুমোদন পাওয়ার পর স্থাপত্য নকশাটি কাঠামোগত নকশার জন্য নির্মাণকারী সংস্থার নিকট প্রেরণ করা হয়, কাঠামোগত নকশা, ইলোকট্রো-মেক্যানিকাল নকশা প্লাম্বিং নকশাসহ অন্যান্য আনুষাঙ্গিক প্রকৌশল নকশা চূড়ান্ত করনের পর বিশদ স্থাপত্য নকশা প্রণয়ন ও প্রদান করা হয়।
  • ভবনের নির্মাণ চলাকালীন সময়ে প্রণয়নকৃত নকশা অনুযায়ী সুষ্ঠুভাবে নির্মাণকাজ সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা হয়।
  • নির্মাণকালীন ত্রুটি/বিচ্যুতি সংশোধন পূর্বক নির্মাণকাজ নিবিড় তদারকি ও পরবর্তীতে ত্রুটি/বিচ্যুতিগুলো নির্মাণ নকশার সাথে সমন্বয় করা হয়।