Wellcome to National Portal
স্থাপত্য অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০২২

ইনোভেশন কার্যক্রম ২০১৯-২০

১। বহুতল আবাসন প্রকল্পের ক্ষেত্রে প্রতিটি টাইপের একটি করে ফ্ল্যাটকে মক-আপ নমুনা হিসেবে প্রস্তুত করা হয়ে থাকে। এতে করে নির্মানকালীন ভুল-ত্রুটির হার শূন্যের কোঠায় নেমে আসে এবং প্রত্যাশী সংস্থা ও ব্যবহারকারীগণের মতামতকে চূড়ান্ত নির্মানের পূর্বেই সমন্বয় করা সম্ভব হয়।

 

২। ইমেইলের মাধ্যমে সারা দেশের নির্বাহী প্রকৌশলীগণের নিকট হতে ডিজিটাল সার্ভে নকশা সংগ্রহ করা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রকল্পের দ্রুততার স্বার্থে স্থানিক ও স্থাপত্য নকশা ইমেইলে প্রেরন করা হয়।

 

৩। প্রকল্পের নির্মান তদারকির জন্য ইমেইল, ভাইবার, ম্যাসেঞ্জার, হোয়াট্‌স-এপের ন্যায় ডিজিটাল মাধ্যমে নির্মানাধীন ভবনের ছবি সংগ্রহ এবং প্রয়োজনে ভিডিও কনফারেন্সিং সুবিধা ব্যবহার করা হয়।