পরীক্ষামূলক সেশনের মাধ্যমে স্থাপত্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সিং সুবিধার যাত্রা শুরু
প্রকাশন তারিখ
: 2015-11-06
৫ই অক্টোবর, ২০১৫ তারিখ দুপুর ৩:৩০ মিনিটে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মহোদয়-এর সাথে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয়ের একটি পরীক্ষামূলক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সফলভাবে যাত্রা শুরু হল এই অধিদপ্তরের ভিডিও কনফারেন্সিং সুবিধার। ৩০ মিনিটব্যাপী অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি সহ উভয় অধিদপ্তরের আরো বেশ কিছু কর্মকর্তাগণ। মূলতঃ কূশল বিনিময় এবং উভয় অধিদপ্তর হতে নিজ নিজ নমুনা প্রেজেন্টেশন প্রদর্শনের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সিস্টেমটির বিভিন্ন সুবিধাদীর পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ‘ইনফো-সরকার’ প্রকল্পের অধীনে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর সহ সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্থাপিত হয়েছে HUAWEI ব্র্যান্ডের উচ্চ-ক্ষমতাসম্পন্ন এই ভিডিও কনফারেন্সিং ইউনিট যার মাধ্যমে এই নেটওয়ার্কের আওতাভুক্ত মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরসমূহ নিজেদের মধ্যে ভার্চুয়াল সভার আয়োজন করতে সক্ষম হবে।