Wellcome to National Portal
স্থাপত্য অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

ফটোগ্যালারি

অদ্য ১৪/০৩/২৪ ইং তারিখ বৃহস্পতিবার বেলা ১:৩০ ঘটিকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে দপ্তরের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে অত্র দপ্তরের “BNBC-2020 এর আলোকে ভবনের অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণ ” বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান শামসুল আরিফ, স্থপতি, ভিস্তা আর্কিটেকচারাল কনসালটেন্ট এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, মীর মনজুরুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (২০২৪-০৩-১৪)
২৯-০৯-২০২২ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ টা থেকে স্থাপত্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “ই-ফাইলিং” এর উপর একটি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, জনাব মীর মনজুরুর রহমান । জনাব আহমেদ বশীর উদ্দিন, তত্ত্বাবধায়ক স্থপতি, সার্কেল-৩ ও জনাব সৈয়দ রেজাউল মোর্শেদ, নির্বাহী স্থপতি, সার্কেল-৪, বিভাগ-১০ প্রশিক্ষনটি পরিচালনা করেন। স্থাপত্য অধিদপ্তরের নব নিযুক্ত সহকারি স্থপতিগণ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। (২০২২-০৯-২৯)
গত ২৮-০৯-২০২২ তারিখ রোজ (বুধবার) দুপুর ০২:০০ টায় স্থাপত্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “স্থাপত্য অধিদপ্তরের দাপ্তরিক শিষ্টাচার” এর উপর একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, জনাব মীর মনজুরুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং জনাব আব্দুল্লাহ-আল-মামুন, তত্ত্বাবধায়ক স্থপতি, সার্কেল-২, প্রশিক্ষন প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে স্থাপত্য অধিদপ্তরের নব নিযুক্ত সহকারি স্থপতিগণ অংশ গ্রহন করেন। (২০২২-০৯-২৮)
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি জনাব মীর মনজুরুর রহমান এর সভাপতিত্বে ২২/০৮/২০২২ তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় অত্র দপ্তরের সম্মেলণ কক্ষে স্থাপত্য অধিদপ্তরের “ই-ফাইলিং" সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র দপ্তরের ই-ফাইলিং ফোকাল পয়েন্ট কর্মকর্তাসহ সকল নির্বাহী স্থপতি, তত্ত্বাবধায়ক স্থপতি এবং অতিরিক্ত প্রধান স্থপতি মহোদয়গণ উপস্থিত ছিলেন। (২০২২-০৮-২২)