Wellcome to National Portal
স্থাপত্য অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৫

অধিদপ্তরে স্থপতি হিসেবে কাজ করতে চান?

 
          গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের স্থাপত্য বিষয়ক সকল প্রকার সেবা প্রদানে স্থাপত্য অধিদপ্তর সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ ভূমিকা রেখে আসছে। অধিদপ্তরটি প্রতিষ্ঠার প্রথম দিকে কেবলমাত্র স্থাপত্য নকশা প্রনয়নের দায়িত্ব পালন করলেও সময়ের সাথে এর ভূমিকা ব্যপকতর হয়েছে এবং বর্তমানে সরকারের বিভিন্ন আইন প্রনয়ন, মৌলিক নীতিনির্ধারনী ভূমিকা রাখা সহ অন্যান্য বিভিন্ন কর্মকান্ডে অধিদপ্তর অতীব গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে আসছে। এই অধিদপ্তরে স্নাতক স্থপতি এবং শিক্ষানবীশ স্থপতিগণের যেসকল ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে তা সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হলঃ
 
স্থায়ী পদে স্নাতক স্থপতি হিসেবে যোগদানঃ
 
          গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৯ম গ্রেডভুক্ত সরকারী কর্মকর্তা হিসেবে “সহকারী স্থপতি”সূচক স্থায়ী পদে যোগদানের সুযোগ রয়েছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে স্নাতক (বি.আর্ক) ডিগ্রীধারী স্থপতিদের জন্য। অধিদপ্তরের সহকারী স্থপতি পর্যায়ে পদ শূন্য হওয়া সাপেক্ষে সরকারী কর্ম কমিশন (পিএসসি) বহুল প্রচলিত দৈনিক পত্রিকাসমূহে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে এসকল পদের জন্য দরখাস্ত আহ্বান করে থাকে এবং পরবর্তীতে ইচ্ছুক প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহন করে থাকে। এই প্রক্রিয়ায় বাছাইকৃত স্থপতিগণ পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি পদে নিয়োগপ্রাপ্ত হন। এই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত স্থপতিগণ ২ (দুই) বছরের শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সম্পন্নকরন সাপেক্ষে স্থায়ী হন এবং পরবর্তীতে যথোপযুক্ত যোগ্যতা অর্জনের মাধ্যমে অধিদপ্তরের উচ্চতর ধাপের পদসমূহে পদোন্নতি প্রাপ্ত হন।
 
অস্থায়ী প্রকল্পভিত্তিক পদে স্নাতক স্থপতি হিসেবে যোগদানঃ
 
          স্থাপত্য অধিদপ্তরের আওতায় চলমান বিভিন্ন নির্মাণ প্রকল্পের মধ্যে কিছুসংখ্যক প্রকল্পের স্থাপত্যিক কর্মকান্ড সম্পাদনের উদ্যেশে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প চলাকালীন সময়ের জন্য (যা সাধারনত প্রকল্পভেদে এক হতে তিন বছর পর্যন্ত হয়ে থাকে) প্রকল্পভিত্তিক স্নাতক স্থপতি নিয়োগদান করা হয়। এসকল পদে নিয়োগপ্রাপ্ত স্থপতিগণের চাকরিকাল প্রকল্পের মেয়াদের সাথে শেষ হয় এবং অধিদপ্তররের স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে তাদেরকেও উপরে উল্লিখিত একই বাছাই প্রক্রিয়ায়র (পিএসসি কর্তৃক) মধ্য দিয়ে নির্বাচিত হতে হবে। প্রকল্পভেদে এইরূপ পদসমূহে নিয়োগের শর্ত এবং অভিজ্ঞতা ও দক্ষতার মাপকাঠি এবং বেতন-কাঠামো ভিন্ন হতে পারে। প্রকল্পভিত্তিক পদে নিয়োজিত স্থপতিগণ মূলত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের তত্ত্বাবধানে স্থাপত্য নকশা প্রনয়ণ ও তা বাস্তবায়নের বিভন্ন দায়িত্বপ্রাপ্ত হন। তবে অধিদপ্তরের প্রশাসনিক দায়িত্বে তারা নিয়োজিত হন না, যা স্থায়ী পদে নিয়োজিত স্থপতিগণ সর্বদাই করে থাকেন। এইরূপ অস্থায়ী প্রকল্পভিত্তিক পদে যোগদানে ইচ্ছুক স্নাতক স্থপতিগণ অত্র অধিদপ্তরে ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সময়ে সম্ভাব্য নিয়োগের তথ্য সংগ্রহ করতে পারেন।
 
শিক্ষানবীশ স্নাতক স্থপতিঃ
 
          এই সুযোগটি মূলতঃ বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বি.আর্ক ডিগ্রী অধ্যায়নরত শিক্ষার্থীগণের জন্য। এসকল বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নী প্রোগ্রামের আওতায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে শিক্ষার্থীগণ সাময়িক সময়ের জন্য স্থাপত্য অধিদপ্তরে শিক্ষানবীশ স্থপতি হিসেবে বিভিন্ন প্রকল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থেকে প্রশিক্ষণ গ্রহন করতে পারেন। এক্ষেত্রে প্রশিক্ষণকালীন সময়ে প্রয়োজনীয় সকল ধরনের স্থাপত্য উপকরণ এবং কম্পউটর/ল্যাপটপ সুবিধাদি শিক্ষার্থীর নিজ ব্যবস্থাপনায় সংগ্রহ করা বাঞ্ছনীয়।